উচ্চ শিক্ষার দায়িত্ব গ্রহন করলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। গতকাল মঙ্গলবার হোসাফ গ্র“পের পক্ষে একটি প্রতিনিধি দল মোজাম্মেলে বাবা মায়ের সঙ্গে বাড়িতে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
গত ১৪ মে দৈনিক একটি পত্রিকায় অদম্য মেধাবী “শত বাধা পেরিয়ে ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে এবারের এসএসসি পরীক্ষায় গৌরনদীর পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে দিন মজুরের কাজ করে জিপিএ-৫ পাওয়া মোজাম্মেলকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। পেশায় দিনমজুর অবসরে ছাত্র। প্রতিবেদনটি প্রকাশের পর ১৫মে হোসাফ গ্রুপের পক্ষ থেকে মোজাম্মেলের পরিবারের সাথে যোগাযোগ করে মোজাম্মেলের পরিবারকে তাদের (হোসাফ গ্রুপ) প্রস্তাব দেন।
গতকাল মঙ্গলবার সকালে হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের পক্ষে মানব সম্পদ উন্নয়ন(এনার্জি লিঃ) বিভাগের প্রধান রেজাউল করিম হেনা ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ (হোসাফ গ্র“প অব কোম্পানী)র প্রধান জাহীদ হোসেন সহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল দিন মজুর মেধাবী মোজাম্মেলের বোরাদী গরঙ্গল গ্রামের বাড়িতে হাজির হন। তারা মোজাম্মেলের উচ্চ শিক্ষার যাবতীয় ব্যায় ভারের দায়িত্ব গ্রহন করেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহনের সময় উপস্থিত ছিলেন পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিআর ডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, শিক্ষক আঃ মালেক , স্থানীয় সমাজ সেবক মোঃ জামাল উদ্দিন ফকির, মোঝাম্মেলের পরিবারের সদস্যরা।