বিদ্যু বিভাগের লোড প্রতারনা – বরাবরই বঞ্চিত বরিশালের মানুষ

বিদ্যু বিভাগ বারবার প্রতারনা করছে বরিশালের গ্রাহকদের সাথে । পূর্বে ২ বার ট্রায়লরানের পর ফের আজ বুধবার লোড মেজারমেন্ট মাধ্যমে চাহিদা নিরূপন করা হবে। আবারো লোক দেখানোর মতো আজ সকাল ৯টা থেকে ১২টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চাহিদা নিরূপন করা হবে। এ সময়ের মধ্যে বরিশালবাসী যতো বেশি বিদ্যুৎ ব্যবহার করবে ততো বেশি বিদ্যুৎ সরবরাহ পাবে । কিন্তু বার বার চাহিদা পরিমাপ করা হলেও কখনোই চাহিদার এক তৃতীয়াংশের বেশি বিদ্যুত পায়নি দক্ষিণাঞ্চলবাসী।

দিনে-রাতে দু’দফায় এ চাহিদা নিরূপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে দাবী করেছে বিদ্যুৎ বিভাগ । তবে বছরের পর বছর চাহিদা পরিমাপ করা হলেও বরিশালবাসী বিদ্যুতের ন্যায্য হিস্যা পাচ্ছে না। বিদ্যুৎ বিভাগরে উর্ধ্বতন কর্তৃপক্ষের খামখেয়ালীপনা আর দ্বীপজেলা ভোলার পাওয়ার ষ্টেশন কর্তৃফক্ষের কারসাজিতে এ অঞ্চলের মানুষকে বিদ্যুতের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশি্লূষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল জোনের বর্তমান বিদ্যুত চাহিদা প্রায় ৯০ মেগাওয়াট। অথচ সরবরাহ করা হয়  ২৭ থেকে ৩০ মেগাওয়াট।

প্রতিবছর শীত ও গ্রীস্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা পরিমাপ করা হয়। ঐ চাহিদার উপর ভিত্তি করে স্ব স্ব এলাকায় বিদ্যুত সরবরাহ করার কথা। কিন্তু এ অঞ্চলকে বার বার ট্রায়াল রানের নামে বঞ্চিত করা হচ্ছে গ্রাহকদের। কারণ হিসেবে জানা গেছে, ভোলার বিদ্যুৎ স্টেশনে উৎপন্ন ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুতের একটি অংশ বরিশালে সরবরাহ করার নির্দেশনা রয়েছে। সেখানকার কমপক্ষে ১২ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করে বরিশাল জোনে বিদ্যুতের চাহিদা নিরূপন করা হয়। অথচ ভোলার ১ মেগাওয়াট বিদ্যুৎ বরিশালে আসছে না। ঐ বিদ্যুৎ ভোলা ও বাউফলে সরবরাহ করায় সেখানে লোডশেডিং দেয়া হয় না বললেই চলে। এখানকার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ  কেন্দ্র সূত্রে জানায়, চলতি বছরের জানুয়ারী মাসেও ভোলা পাওয়ার ষ্টেশনের ১২ মেগাওয়াট বিদ্যুৎ বরিশালে সরবরাহের জন্য প্রধান কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে। এ ব্যাপারে বরিশাল বিদ্যুৎ  বিক্রয় ও বিতরণ কেন্দ্র -২’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ অঞ্চলের সমস্যা একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। চাহিদার এক তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ হওয়ায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে।

উল্লেখ্য গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের এপ্রিল মাসে দু’বার চাহিদা নিরূপনের জন্য এখানে বিদ্যুতের লোড মেজারমেন্ট দেয়া হয়েছিল। তবে কোন ফল পায়নি বরিশালের গ্রাহকরা । ফের বিদ্যুৎ বিভাগ ট্রায়লরান করার কথা ঘোষনা করায় গ্রাহকরা বিষয়টি প্রতারনা বলেই মন্তব্য করেছেন । এবিষয়ে বরিশাল বিভাগ উন্নয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান বলেন, বারবার এভাবে লোড মেজারমেন্ট করে বিদ্যুৎ বিভাগ প্রতারনা করছে । বরিশালের মানুষ বার বার বঞ্চিতই থেকে যাচ্ছে। এবার সরকার এবিষয়ে নিতিগত কোন সিদ্ধান্ত না নিলে বরিশালের জনগনকে সাথে নিয়ে বৃহৎ কর্মসূচী ঘোষনা করা হবে।  
 
বরিশাল বিদ্যুত বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহগির হোসেন বরেন, আগের দ’বার আমরা সঠিক ভাবে চাহিদা নিরুপন করতে না পারায় তৃতিয়বারের মত লোড মেজারমেন্ট করতে হচ্ছে । এবার সঠিক ভাবে চাহিদা নিরুপন করা হলে বরিশাল বাসীর দির্ঘ দিনের সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি।