পুত্রের লাশের অপেক্ষা বৃদ্ধ বাবা-মা সরকারের সহযোগীতা কামনা

পুত্রের লাশের অপেক্ষায় তীর্থের কাকের মতো পথের দিকে চেয়ে আছেন বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের স্বজনেরা। পরিবারের একমাত্র উপাজর্নক্ষম পুত্রের লাশ দেশে আসবে কিনা তা নিয়েও শংকা বিরাজ করছে বৃদ্ধ বাবা-মায়ের। পুত্রের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিদেশ নামের সোনার হরিন ধরার জন্য বরিশালের গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামের ওয়াজেদ আলী আকনের পুত্র বেকার যুবক শাহ আলম আকন (৩১) গত ৪ বছর পূর্বে পাড়ি জমিয়েছিলেন দুবাইতে (পাস পোর্ট নং- W0296110)। সেখানকার আল-সিয়াব প্লাষ্টার এন্ড টাইলস্ কনষ্টাকশন কোম্পানীর লেবার হিসেবে সুনামের সহিত তিনি দীর্ঘদিন কাজ করে আসছেন। প্রতিদিনের ন্যায় গত ২৯ মার্চ রাতে তিনি শারজা ন্যাশনাল পেন্ট এলাকার বাসায় ঘুমিয়ে পরেন। ঘুমের ঘোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহ আলম মারা যায়। পরেরদিন ৩০ মার্চ সকালে বলদিয়া থানা পুলিশ বাসা থেকে শাহ আলমের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই দেশের মর্গে প্রেরন করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনের মাধ্যমে শাহ আলমের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধ বাবা ওয়াজেদ আলী আকন (৮০) মা দুলুফা বেগম (৭০) বাকরুদ্ধ হয়ে পরেন। গতকাল বুধবার দুপুরে ওইবাড়িতে গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। শাহআলমের স্বজনদের আর্তনাতে আকাশ-বাতাস ভাড়ি হয়ে ওঠে। তারা সবাই শাহআলমের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগীতা কামনা করেছেন।