পাল্টা পাল্টি কমিটি নিয়ে আহবায়ক ও যুগ্ন আহবায়কসহ ছাত্র নেতাকে মারধর

কেন্দ্র করে বরিশালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের আহবায়ক মিলন ভূইয়া ও যুগ্ন আহবায়ক কাজী মনির উদ্দিন তারেক ও ছাত্রলীগ নেতা ওয়াসিম দেওয়ানকে মারধর করেছে বরিশাল ছাত্রলীগের চিহ্নিত হিরন পন্থি ক্যাডাররা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাজী মুনীর উদ্দীন তারিক ও ওয়াসিম দেওয়ানকে এ্যডঃ আনিছুল হক শহিদ এর চেম্বারের মধ্যে ডুকে বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মঈন তুষার, শাওন, জুবায়ের, আরিফুর রহমান অপু, জসিম, নাহিদ সেরনিয়াবাদ, মুন্না, উল্লা সহ কয়েকজন বেধম মারধর করে। সে সময় বাকেরগঞ্জ ছাত্রলীগের বিদ্রোহী গ্র“পটিও প্রত্যক্ষভাবে তাদেরকে মারধরে অংশ নেয়। সেখান থেকে বের হয়ে গ্র“পটি মিলন ভূইয়ার তল্লাসিতে ছুটে আসে হাসপাতাল রোড এলাকায়। সোনালী সিনেমা হলের সম্নুখে মিলন ভূইয়াকে পেয়ে অতর্কিত ভাবে মারধর শুরু করে হিরন পন্থির ক্যাডার বাহিনী। এ সময় উপস্থিত স্থানীয় বজলু, বিটন, সবুজ সহ কয়েকজনের সহযোগীতায় কোন রকমে তাদের হাত থেকে ছুটে দৌড়ে পালায় মিলন ভূইয়া। জানা গেছে, সোমবার রাতের এক সিদ্ধান্তে  সাইফুল ইসলাম ডাকুয়াকে সভাপতি, সৈয়দ রিপনকে সাধারন সম্পাদক করে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করে। এ কমিটির পাল্টা হিসাবে বিদ্রোহী গ্র“প এসএম আতিক কে সভাপতি ও এইচএম সাইফুর রহমান শাহানকে সাধারন সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। এছাড়া ফিরোজ আলমকে সভাপতি ও সোহেল মৃধাকে সাধারন সম্পাদক করে পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। একই সঙ্গে মেহেদি হাসান শামিমকে সভাপতি শাহাদাৎ হোসেনকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ সরকারী বাকেরগঞ্জ কলেজের কমিটি ঘোষনা করে। বিদ্রোহী গ্র“পের ছাত্রনেতা এসএম আতিক জানান সম্পূর্নরুপে অবৈধ পন্থায় সাইফুল ইসলাম ডাকুয়াকে সভাপতি করে কমিটি ঘোষনা করা হয়।  ছাত্রলীগের মাঠের নেতা-কর্মীরা এ কমিটি বর্জন করেছে। তাছাড়া বিকেলে একমিটির প্রতিবাদে ২ঘন্টা পর্যন্ত বাকের গ্ঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের আহবায়ক মিলন ভূইয়াকে দোষারুপ করছে পাল্টা কমিটি গঠনের  গ্র“পটি। তারা বলছেন মিলন ভূইয়া অর্থনৈতিক সুবিধা নিয়ে অছাত্র বিবাহিতদের নিয়ে কমিটি গঠন করেছেন। মিলন ভইয়ার ব্যাক্তিগত সেল ফোনে একাধিবার ফোন দেয়া হলেও বন্ধ পাওয়া গেছে। উপজেলা ছাত্রলীগের এক গ্র“পের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া জানান ত্যাগী আর মাঠের নেতা-কর্মীদের উপস্থিতিতেই জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের কমিটি’র অনুমোদন দিয়েছে। এখন যারা নিজেদের ত্যাগী হিসাবে জাহির করে পাল্টা কমিটি ঘোষনা করেছে তারা সংগঠনের দূর্দিনে ছিল না। এদিকে জেলা ছাত্রনেতাকে মারধরের ঘটনায় বরিশাল ছাত্রলীগের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ইতোমধ্যে বাকেরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের মাঝে দুটি গ্র“পের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্র লীগের যুগ্ন আহবায়ক কাজী মনির উদ্দিন তারেক জানায়, তুষার , জসিম . নহিদ সহ একাধিক ক্যাডার তার উপর আকস্নিক হামলা চালায়। তবে এ ঘটনায় মামলা দায়ের হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।