উপজেলা আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। গত এপ্রিল মাসে আগৈলঝাড়া থানায় ১৮টি মামলা মধ্যে ৪টি নারী নির্যাতন ও ১৪টি মারধরের মামলা দায়ের হয়েছে বলে আইন-শৃংখলা সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই জসিম জানান। উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এমএমান্নান, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, এসএম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈসহ ৫টি ইউনিয়নের চেয়ারমান বৃন্দ।