পুত্র তপু নন্দি গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে।
জানা গেছে, পরিবারের সবার অজান্তে তপু নন্দি ওইদিন দুপুর আড়াইটার দিকে খেলার ছলে বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে শিশু তপুকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তপুকে মৃত্যু বলে ঘোষনা করে।