গৌরনদী ও আগৈলঝাড়ায় পৃথক সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত

বুধবার ও মঙ্গলবার রাতে পৃথক সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।  

জানা গেছে, গৌরনদীর লেবুতলী গ্রামে মঙ্গলবার রাতে পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে জুয়েল হাওলাদার ও হাচান বেপারীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলায় উভয়গ্র“পের কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত সাইদুল হাওলাদার, কাঞ্চন হাওলাদার, জুয়েল, চুন্নু, জয়নাল আবেদীন, আব্দুর রশিদ প্রতিপক্ষের জসিম উদ্দিন, রফিক, সোহেল মল্লিক, জেসমিন বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।

আগৈলঝাড়ার বাগধা গ্রামের গতকাল বুধবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে শাহিন সরদার ও তার সহযোগীরা হামলা চালায় প্রতিপক্ষ সুলতান হাওলাদারের ওপর। এ এসময় সুলতানের লোকজনেও পাল্টা হামলা চালায়। হামলা ও পাল্টা হামলায় উভয় গ্র“পের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত সুলতান হাওলাদার, রনি সরদার, আফরোজা বেগম, মমতাজ বেগম, মর্জিনা বেগম, রোজি বেগম প্রতিপক্ষ শাহিন সরদার, ইউসুফ হোসেন, রহিম সরদার ও ইউনুস সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দক্ষিণ শিহিপাশা গ্রামে আনিচ হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় পুকুরের মালিক ছিদ্দিক হাওলাদারের ওপর। হামলা ও পাল্টা হামলায় ১০ জন আহত হয়। গুরুতর আহত ছিদ্দিক হাওলাদার, বিল্পবী বেগম, লিপি আক্তার প্রতিপক্ষ আনিচ হাওলাদার, খোকন ও বাদশা হাওলাদারকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।