উপজেলার নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা।
শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ফারুক বকতিয়ার সভাপতি ও মোঃ ইউনুস আলী মিয়াকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।