চার্চ অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাদার সুশীলা আর নেই

মঙ্গলবার (১৭ মে) গভীর রাতে বার্ধক্যজনিত কারনে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। দীর্ঘ ৬৫ বছর ধরে তিনি বাংলাদেশে থেকে চার্চ অব বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন খ্রিষ্টীয় সংস্থায় সেবা মুলক কাজ করেছেন। তার জন্মস্থান (বাড়ি) ভারতের মাদ্রাজে। গতকাল বৃহস্পতিবার আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় চার্চের কবরস্থানে মাদার সুশীলার মরদেহ সমাধিস্থ করা হয়।

এরপূর্বে বুধবার তার মরদেহ বরিশাল শহরে নেয়া হলে খ্রিষ্টীয় ধর্মের নেতৃবৃন্দরা তার কফিনে পুস্পঅর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বৃহস্পতিবার সকালে মাদার সুশীলার লাশ আগৈলঝাড়ার জোবারপাড় চার্চ প্রাঙ্গনে নেয়া হলে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, পালক বিডি বিশপ মন্ডল, পালক বিশপ পল, শিশির সরকার, সুশীল ম্যাথেলিও, বিশপ এম.এসসহ বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দরা তার কফিনে পুস্প অর্পন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও তার মৃত্যুতে জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, গৌরনদী ডট কম’র নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।