দিনমজুর ভ্যানচালক নয়ন মিয়ার। উপায়অন্তুর না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে নয়ন। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে।
নিহত নয়ন মিয়ার পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের কালাম মিয়ার পুত্র নয়ন মিয়া (২৫)। বিদেশ নামের সোনার হরিন ধরার জন্য দু’বছর পূর্বে গ্রাম্য সুদি মহাজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ উত্তোলন একই গ্রামের আদম আলী বেপারীর পুত্র ও আদমব্যাপারি শাহাবুল বেপারীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা দেয়। কিন্তু আদম ব্যাপারি শাহাবুল দিনমজুর নয়নকে বিদেশ নেয়া বা টাকা ফেরত না দিয়ে নানা তালবাহানা শুরু করে। এরই মধ্যে পাওনাদারদের অব্যাহত চাপের মুখে গত ৬ মাস পূর্বে একলক্ষ টাকা যৌতুক নিয়ে নয়ন বিয়ে করেন। ওই টাকা দিয়ে পাওনাদারদের কিছু টাকা পরিশোধ করা হলেও পাওনাদারদের চাপ অব্যাহত থাকে। একপর্যায়ে পাওনাদারদের অব্যাহত চাপের মুখে উপায়অন্থর না পেয়ে বুধবার রাতে পরিবারের সবার অজান্তে নয়ন বিষপান করে আত্মহত্যা করে। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ নিহত নয়নের লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।