কালকিনি উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

চালানোর সময় তার গাড়ির নিচে চাপা পড়ে সোহেল (২২) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যুতে গ্রেফতার হয়েছেন। বুধবার দুপুরে তাকে ঢাকা জেলা আদালতে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে গত মঙ্গলবার রাত ১১টায় মুক্তাঙ্গনে সমাবেশ শেষে সবুজ বাগ থানার মুগদাপাড়া এলাকার কাচাঁমাল ব্যবসায়ী সেলিম মিয়ার ছেলে স্থানীয় যুবলীগের কর্মী সোহেল বাসায় ফেরার পথে বাসাবো রোড অতিক্রমের সময় কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুকের ব্যবহৃত গাড়ির (মাদারীপুর-১১-১১১৫) নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় উপস্থিত লোকজন তার গাড়ি ভাংচুর ও তাকে পুলিশে সোর্পদ করে। সবুজবাগ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন,  গাড়ি ভাংচুরের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালকিনি উপজেলা চেয়ারম্যান, তার ব্যবহুত গাড়ি ও লাশ উদ্ধার করেছে। ড্রাইভিং লাইসেন্স না থাকলেও তিনি গাড়ি চালিয়েছেন। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।