ব্যাংকের থেকে লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্ত আটক

এক এনজিও কর্মকর্তার ৭২ হাজার টাকার চেক ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়ার সময় কামাল নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার এনজিও সান এইড এর ফিল্ড অফিসার রিনা বেগম ও হিসাবরক্ষক ডেইজি পূবালী ব্যাংক শাখায় টাকা উত্তোলনের জন্য যান। ব্যাংকের ভেতরে প্রবেশ করে তারা ৭২ হাজার টাকার চেক ও নগদ ১২ হাজার টাকা কাউন্টারের উপর রেখে কথা বলছিলেন। হঠাৎ তাকিয়ে দেখেন টাকা নেই।

এ সময় চোর বলে চিৎকার দিলে ডেসটিনির ডিষ্ট্রিবিউটরের কয়েকজন কর্মী ও জনতা ধাওয়া করে সদর রোড থেকে ছিনতাইকারী কামালকে আটক করে। সে কাশিপুর এলাকার একটি মুদি দোকানে কাজ করে। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালী থানার উপ-পরিদর্শক হেলালুজ্জামান জানান, ছিনতাইয়ের সাথে আরও কয়েকজন জড়িত ছিলো। তাদের আটকের চেষ্টা চলছে।