ঝড়ে প্রায় অর্ধশতাধিক আধা-পাকা ও কাঁচা ঘর-বাড়ী বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘরচাপা পরে আলেয়া বেগম (৫০) নামের এক মহিলা মারা গেছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
জানা গেছে, জেলার দুমকি, দশমিনা, বাউফল ও গলাচিপা উপজেলায় কালবৈশাখী ঝড়ে আধাপাকা ও কাচা ঘর-বাড়ী বিধ্বস্ত হয়েছে। ভোর রাতে দশমিনার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের নিজ ঘড়ে চাপা পড়ে বারেক হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম নিহত হয়েছে। দশমিনার বগুরা গ্রামসহ বিভিন্ন এলাকায় ঘর চাপা পড়ে ও ঘরের চালার টিনের আঘাতে বারেক হাওলাদার, মকবুল তালুকদার, গৌরাঙ্গ শীল, জিতেন শীল ও আদারী শীল সহ ১৫ জন আহত হয়েছে। গলাচিপা উপজেলার বড়শিবা চর এলাকায় ৮ টি ঘর বিধ্বস্ত হয়ে ৬ জন এবং বাউফলের বগা এলাকার ৭ জন, দুমকিতে ৩ জন আহত হয়েছে।