শাবির নিহত ছাত্রের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মাস্টার্স ২য় সেমিস্টারের মেধাবী ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আলীম উদ্দিনের স্মরণে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন বলেন, আলীম উদ্দিনকে হারিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা আজ শোকাভিভূত। সে দারিদ্রকে জয় করে এই  বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। সে যে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেছে তা সত্যিই তার জন্য অনেক কষ্টকর ছিল। আশা ছিল লেখাপড়ার শেষ করে পিতা-মাতার কষ্ট লাঘব করবে। কিন্তু তার মৃত্যু আজ তার পিতার কাছে চির কষ্টের কারণ হয়ে রইল।

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ, আলীম উদ্দিনের পিতা মো. আব্দুর রব এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. সাহেদ আহমদ। বক্তারা সড়ক দূর্ঘটনা রোধের জন্য ছাত্রছাত্রীদেরকে সচেতন হওয়ার আহবান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ওভারব্রিজ নির্মাণের ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ইংরেজি বিভাগের ছাত্র মোহাম্মদ হারুন অর রশিদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মোঃ আতী উল্লাহ।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পক্ষে ইংরেজি বিভাগের সেমিনার কক্ষ সড়ক দূর্ঘটনায় নিহত আলীম ও অপর শিক্ষার্থী মুহিবের নামে নামকরণ এবং প্রধান ফটকে ওভারব্রিজ নির্মাণের জন্য দুটি আবেদন উপাচার্যের নিকট প্রদান করে।  পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন ইংরেজি বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সংগৃহীত ৭৫হাজার ৫শত টাকার চেক আলীম উদ্দিনের পিতা মো. আব্দুর রবের হাতে তুলে দেন। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ওসমানী বিমান বন্দর সড়কে দুর্ঘটনায় ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের ছাত্র মোহাম্মদ আলীম উদ্দিন নিহত হন।