ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী সভা

সভা ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নওশের আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা: স্বপন কুমার। এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় সদর উপজেলার ১ থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে আলোচনা করা হয়।

আলোচকরা জানিয়েছেন, বর্তমানে উপজেলার প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি আন্তব্যক্তিক যোগাযোগের মাধ্যমে শিশুর তালিকা করা হচ্ছে। আগামীকাল ২১ মে এ কার্যক্রম শুরু হবে।