দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে বিএনপি মরিয়া -হাসানাত আব্দুল্লাহ
নিজস্ব সংবাদদাতা ॥ দেশে নৈরাজ্য সৃষ্টি ও যুদ্ধাপরাধীদের বিচারে বাঁধা প্রদানের লক্ষে বিরোধী
দল বিএনপি মরিয়া হয়ে উঠেছে। দেশের শান্তিকামি জনগন ও স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি দিয়েই নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে।
শুক্রবার বরিশালের গৌরনদী ডাকবাংলোতে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়কালে কথাগুলো বলেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, সরকারি গৌরনদী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রাঢ়ী, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম প্রমুখ। এরপূর্বে শুক্রবার সকালে আবুল হাসানাত আব্দুল্লাহ গৌরনদীর লাখেরাজ কসবায় হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার জিয়ারত করেন।