পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ দু’প্রার্থী নির্বাচন বর্জন ঘোষনা করেছে।
শুক্রবার সকাল ৮টা থেকে গোবিন্দপুর ইউপি নির্বাচনের ভোট শুরু হয়। শুরু থেকেই আ’লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দীন তালুকদারের সমর্থকরা ইউপি’র সকল সেন্টার দখলে নেয়। এতে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ ঘটে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গুরুতর আহতরা হলো সামসুল ইসলাম,আবদুস সালাম ও বারেক। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এদিকে ভোট সেন্টার দখলে নিয়ে ব্যালট পেপারে সিলসহ জাল ভোট দেয়ায় বিএনপি’র মনোনীত প্রার্থী মোতালেব দেওয়ান ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী বেল্লাল মোল্লা বিকেল ৩টায় নির্বাচন বর্জন ঘোষনা করে সাংবাদিক সন্মেলন করেছেন।