বিচারপতিবৃন্দ ;বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় সেনাপ্রধান ;সম্মানীত সকল রাজনীতিবিদ ; জাতীয় ও স্থানীয় পত্রিকাসমূহ, টেলিভিশন ও বেতার-এর শ্রদ্ধেয় সকল সাংবাদিক ; ব্যবসায়ী ; আইনজীবী; বুদ্ধিজীবী; গবেষকবৃন্দ ; শিক্ষাবিদ ; শিক্ষক ; সকল ছাত্রসমাজ; বিভিন্ন দুতাবাস এবং দেশী-বিদেশী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সকল শ্রেণী ও পেশার প্রতিনিধিদের সহৃদয় দৃষ্টি আকর্ষনপূর্বক আমাদের বাংলাদেশের স্থায়ী শান্তি ও উন্নয়নে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাঁদের সকলের একান্ত আন্তরিক সহযোগিতার উদাত্ত আহ্বান
হে মহাসম্মানীত ব্যক্তিবর্গ,
আমার সশ্রদ্ধ সালাম গ্রহন করুন! দেশের স্থায়ী শান্তি ও উন্নতি নিশ্চিতকল্পে আপনারা সকলে একান্ত অনুগ্রহপূর্বক আমার ব্যক্তিগত ওয়েবসাইট: www.iqbalsharif.com এ Articles/Humble Views অংশে বর্ণির্ত সংশ্লিষ্ট নীতিমালাসমূহ রাষ্টীয়ভাবে অনুমোদন করে দিন। ইনশাআল্লাহ্ আমি এ দেশের স্থায়ী শান্তি ও উন্নতি নিশ্চিত করে দেব।
দেশ থেকে দূর করব অনাচার, দুর্নীতি, যেখানে থাকবে না কোন ভিক্ষুক, বস্তি ও বেকার; হবেনা খাদ্যাভাব ও বিদ্যুতের অভাব, বরং প্রয়োজনে করা যাবে রফতানী । অসুসথ্যতায় পাবে প্রয়োজনীয় সুচিকিৎসা ও উপযুক্ত নৈতিক এবং কারিগড়ী শিক্ষা । রাষ্টীয় কোষাগার থেকে আমি কোনরূপ অর্থ চাইনে, চাই আমার সংশ্লিষ্ট নীতিসমূহের রাষ্ট্রীয় অনুমোদন এবং তার সঠিক প্রয়োগ।
আপনারা অনুগ্রহ করে আমার বর্ণিত নীতিমালাসমূহের অনুমোদন দিন। বিনিময়ে আমি উপহার দেব হানাহানিহীন চিরশান্তিময় এক উন্নত দেশ ও জাতি । আসুন না, দেখি কী আছে আমার ব্যক্তিগত ওয়েবসাইটে! ভুল হলে, শুধ্রে দিন, পথ দেখান এক চির আলোকিত পথের, নতুবা আপনাদেরকে বিরক্ত করার অপরাধে আমার জন্যে সর্ব্বোচ্চ আইনগত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন।
মহান আল্লাহ্ আমাদের ঈমান ও নৈতিকতাবোধ আমৃত্যু দৃঢ় রাখুন !
একান্ত শ্রদ্ধা ও ধন্যবাদান্তে,
আপনাদের একান্ত বিশ্বস্ত,
মুহাম্মদ ইকবাল হোসেন শরীফ
স্বাধীন পরামর্শক
Website: www.iqbalsharif.com
তারিখ: ঢাকা, শুক্রবার, অক্টোবর ১০, ২০০৮