মালিক সমিতির চেকপোষ্ট জালিয়ে দিয়েছে বিক্ষুব্দ জনসাধরন। দূর্ঘটনায় ফারুক ও শুভ নামের ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পথচারি ফারুকের (৩৫) অবস্থা আশংকা জনক। তারা দু’জনেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তথ্যমতে, বরিশালের নিজ বাসা রুপাতলী পুলিশবাড়ির উদ্দেশ্যে মটর সাইকেল যোগে ফারুক ও তার ২বন্ধু দপদপিয়া ব্রীজ হয়ে আসছিল। ব্রীজের টোল ঘরের কাছাকছি যেতে না যেতেই রাস্তার বিপরীত দিক থেকে পথচারী শুভ আচমকা রাস্তা পার হতে নিলে মটর সাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ও পথচারী গুরুতর আহত হয়। আহত চালক শুভ আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ এলাকার বাসিন্দা।
ঘটনার পরপরই বিক্ষুব্দ জনতা ব্রীজের টোল ঘর জ্বালিয়ে দেয়। পরে দমকল (ফায়ার সার্ভিস) বাহিনীর সদস্যরা এস আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় বিক্ষুব্দ জনতা প্রায় ১ঘন্টা দপদপিয়া ব্রীজের সড়ক অবরোধ করে রাখে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।