পালিয়ে এসেছে বরিশালের গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের এক মেধাবী ছাত্রী। গত ২৩ মার্চ ঘর ছেড়ে যাওয়া স্কুল ছাত্রী প্রতারিত হয়ে পতিতালয় থেকে কৌশলে গতকাল বৃহস্পতিবার বাড়িতে ফিরে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পরিবারের কাছে। নিখোঁজ হওয়ার ব্যাপারে গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছিল। বরিশালের গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের ৮ ম শ্রেনীর মেধাবী ছাত্রী (১৩) জানায়, গত একমাস পূর্বে (০১৯১৭-৮৯০৫২৯) নম্বরের একটি মোবাইল কলে সফিকুল ইসলাম স্বপন (২৬) নামে এক যুবকের সাথে তার পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে প্রতিদিন নিয়মিত ভাবে মোবাইল ফোনে আলাপের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সফিকুল ইসলাম স্বপন নিজেকে কুমিল্লা শহরের একজন ইলেকট্রিক ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে গত ২৩ মার্চ সকালে স্কুল ছাত্রী গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রাম থেকে স্কুলের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চট্রগ্রামের বাসে চড়ে পরের দিন ২৪ মার্চ বুধবার চট্রগ্রামের অলংকার বাসস্ট্যান্ডে গিয়ে নামে। ফোন আলাপ অনুযায়ী ওইস্থানে উভয়ে একত্রিত হয়। প্রতারক প্রেমিক স্বপন বাসষ্ঠ্যান্ড থেকে স্কুল ছাত্রীকে একটি পার্কে নিয়ে যায়। পার্কে দিন কাটানোর পর ওইদিন রাতে চট্রগ্রাম শহরের একটি বাড়িতে নিয়ে যায়।
স্কুল ছাত্রী আরো জানায়, ওই বাড়িতে কিছু সময় কাটানোর পর সে (স্কুল ছাত্রী) প্রেমিক স্বপনকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে প্রেমিক স্বপন স্কুল ছাত্রীর কাছে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে যায়। কিছু সময় পর একজন মৌলভী এনে বিয়ে পড়ে স্থান পরিবর্তন করে বায়জিদপাড়া নামক স্থানে নিয়ে একটি বাড়িতে উঠায়। ওইখানে অপর এক যুবতীর কাছে রেখে স্বপন পালিয়ে যায়। সেখানে তার সাথে আলাদাভাবে আরো ৩টি মেয়ে ছিল বলে স্কুল ছাত্রী জানায়। সেখানে স্কুল ছাত্রীকে পতিতা বৃত্তির জন্য চালানো হয় নির্যাতন। স্কুল ছাত্রী বাড়ি আসার জন্য কান্নাকাটি শুরু করলে অজ্ঞাতনামা জনৈক মহিলা তার কাছে ২০ হাজার টাকা দাবি করে বলেন, তাকে ২০ হাজার টাকায় ক্রয় করা হয়েছে। উক্ত টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হবে। গত ২৯ মার্চ বায়জিতপাড়া নামকস্থানের বাড়িতে শাহানা বেগম নামের এক মহিলার সাথে স্কুল ছাত্রীর পরিচয় হয়। মহিলার কাছে স্কুল ছাত্রী অনুনয় বিনয় করে কান্নকাটি করে সাহায্য চাইলে তার (মহিলার) সহায়তায় গত ৩১ মার্চ কৌশলে স্কুল ছাত্রী অজ্ঞাতনামা ওই পতিতালয় থেকে পালিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়িতে পৌঁছে এ চাঞ্চল্যকর তথ্য তার পরিবারসহ এ প্রতিনিধির কাছে জানায়।