নলুয়া ইউনিয়নবাসির পক্ষে উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী পারভীন তালুকদার এমপি সংবর্ধনা প্রদান করে। আফালকাঠী জে এ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক হোসেন মোল্লার সভাপতিত্বেু সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য পারভীন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুকুর বাচ্চু নেগাবান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মীর মহসিন,, শহিদুল ইসলাম হাওলাদার, জিয়াউর রহমান মিরন, আশ্রাফুজ্জামন খোকন, এএসএম জুলফিকার হায়দার, হাবিবুর রহমান মাষ্টার, যুবলীগ নেতা কামরুজ্জামন চুন্নু, এম এ কাউয়ুম, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুর রহমান সাহান, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশ্রাফুল, ইউপি সদস্য কামাল চৌধুরী প্রমুখ।
নবনির্বাচিত ১৪ ইউনিয়নের চেয়ারম্যানদের আমন্ত্রন জানানো হলেও মাত্র ৬ জন চেয়ারম্যান উপস্থিত হওয়ায় আয়োজকরা হতাশ হয়েছেন । নাম প্রকাশ না করার শর্তে একাধীক ইউপি চেয়ারম্যান জানান স্থানীয় সাংসদ জাপা মহাসচিব সাবেক মন্ত্রী এবি এম রুহুল আমিন হাওলাদারকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রন না করায় আয়োজকরা সংকীর্ন মনের পরিচয় দিয়েছেন। এ কারনেই অধিকাংশ চেয়ারম্যনগন অনুষ্ঠান বর্জন করেছেন বলে তারা জানান।
অপরদিকে উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. ইসমাইল হাওলাদার এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বি করবেন বলে পোস্টারে নাম থাকলেও তিনি ছিলেন অনুষ্ঠানে অনুপস্থিত। এ বিষয়ে পারভিন তালুকদার এমপির কাছে জানতে চাইলে তিনি এ বিষয়গুলো এড়িয়ে যান। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশিত হয়।