ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা

গঠনকে কেন্দ্র করে সম্প্রতি দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে খান আবুল কালাম, রুবেল, অসীম ফকির, সোহেল, মিরন সহ ছাত্রলীগের দু’গ্র“পের কমপক্ষে ১০জন নেতা-কর্মী আহত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের দু’গ্র“প পাল্টা-পাল্টি মামলা দায়ের করেছে। গত শুক্রবার (২০ মে) বাকেরগঞ্জ থানা নবগঠিত উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ডাকুয়া গ্র“পের পক্ষে প্রথম মামলাটি দায়ের করেন আহত উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান আবুল কালামের বড় ভাই আব্দুস সোবাহান খান। মামলা নং- ২৫। এ মামলায় পাল্টা কমিটির পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন, যুগ্ন-সম্পাদক রুবেল, সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এস.এম আতিক, সম্পাদক সাহান সহ ৫জনকে আসামী করা হয়। অপরদিকে ঐ একই দিন সাহান গ্র“পের পক্ষে দ্বিতীয় মামলাটি দায়ের করেন আহত অসীম ফকির। মামলা নং- ২৬।

উক্ত মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ডাকুয়া, সাবেক জিএস পলাশ সিকদার, কলেজ ছাত্রলীগ সভাপতি মিরাজ শেখ, তুষার দেবনাথ, শামিম শরীফ সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করা হয়।

গত ৪দিন ধরে ছাত্রলীগের সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনায় বাকেরগঞ্জে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পাল্টা-পাল্টি মামলা দায়েরকে কেন্দ্র করে যেকোন সময় উভয় গ্র“পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে একটি সূত্র জানায়।