র্যাব সূত্রে জানা গেছে, হরহর গ্রামের একটি পানের বরজের মধ্যে দির্ঘদিন থেকে একদল জুয়ারী জুয়ার আসর জমিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র্যাবের বিশেষ দল বৃহস্পতিবার দুপুরে ওই পানের বরজ ঘেরাও করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা কমপক্ষে ২০ জুয়ারি পালিয়ে গেলেও র্যাব সদস্যরা ধাওয়া করে ৭ জুয়ারিকে আটক করে। এ সময় সেখান থেকে নগদ ১৭ হাজার ৮শ’ ৬৬ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে- হোসেন বেপারী (৪৫), আব্দুস ছামাদ আকন মুন্না (৩৮), মাখন চন্দ্র হালদার (৪৫), মানিক বেপারী (২৮), আব্দুর রহিম (২০), সুমন রাঢ়ী (২২) ও মোঃ রহিম (৩৫)। আটককৃতরা গৌরনদী ও উজিরপুর উপজেলার বাসিন্দা। আটককৃতদের গৌরনদী থানায় সোপর্দ করা হয়েছে।