খালেদা জিয়া নিউইয়র্কে

তাকে বহনকারি বিমান নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে  অবতরন করে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতৃবৃন্দ অভ্যর্থনার জন্য এয়ারপোর্টে উপস্থিত হন।

এর আগে লন্ডন সময় ১১ টায় ভার্জিন আটলান্টিক এয়ারওয়েজের একটি বিমানে আমেরিকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ছাড়েন বেগম জিয়া। জেএফকে বিমান বন্দর ভিআইপি লাউঞ্জ থেকে গাড়িতে করে সরাসরি চলে যান জার্সি সিটি হায়াত হোটেলে। আগামী তিন দিন এই হোটেলেই তিনি অবস্থান করবেন। নিউইয়র্ক সফরকালে খালেদা জিয়া আগামীকাল বিকাল ৭ টায় শেরাটন নিউ ইয়র্ক হোটেলে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সম্বর্ধনায় যোগ দেবেন।

যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও কংগ্রেসের বাংলাদেশ ককাসের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ ছাড়াও ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশীদের প্রদত্ত সম্বর্ধনায় যোগদান, ষ্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা ও  সিনেটর-কংগ্রেম্যানদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। বেগম জিয়ার সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে পিবিসি নিউজকে নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে।