ঝালকাঠিতে দিনে দুপুরে স্বনের্র দোকানে চুরি

নামের দোকানে শনিবার দুপুরে চুরি সংঘঠিত হয়েছে। দোকানের মালিক বরকত গাজী সাংবাদিকদের জানান, দুপুর ২টায় সে ৩টি তালা লাগিয়ে কলেজ রোডের বাসায় দুপুরের খাবার খেতে যায়। বিকেল ৪টায় দোকানে এসে দ’ুটি তালা মারা রয়েছে দেখতে পায়। দোকানে সুকেসে রাখা সব স্বর্ণ চুরি হয়ে গেছে। চুরি হওয়া স্বর্নের পরিমান প্রায় ৫০ ভরি বলে দোকান মালিক জানান। খবর পেয়ে বিকেলে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য ইতিপূর্বে এসপি অফিসের সামনে থেকে বাসায় স্বর্ণ নিয়ে ফেরার পথে রাত আনুমানিক ১১ টায় মুসলিম গিনি হাউজের প্রায় ২০০ ভর স্বর্ণ ছিনতাই হয়েছিলো। আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি এবং ছিনতাইকারীদের গ্রেফতার করাও সম্ভব হয়নি। এভাবে একের পর এক ঘটনা ঘটায় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাতে কোন নিরাপত্তা পাচ্ছেনা এবং আইন শৃংখলা বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলছে বলে স্বর্ণ ব্যবসায়ীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আন্ত:জেলা স্বর্ন ডাকাত দলের সক্রিয় এক সদস্য ওয়ারেন্ট মাথায় নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নলছিটি ছেড়ে ঝালকাঠি শহরে বাস করে আসছে। কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছেনা।