সন্ত্রাসী কর্তৃক বেদম মারধরের শিকার হলেন বাংলা লিংকের ম্যানেজার। তার নাম মাইনুল ইসলাম(৩০)। তিনি পটুয়াখালী ও বরগুনা জোনের ম্যানেজারের দ্বায়িত্বে রয়েছেন। গুরুতর আহত ম্যানেজারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,নগরীর সিএন্ডবি রোডের শরীফ মঞ্জিলের বাসিন্দা মাইনুল ইসলাম। সম্প্রতি তার নিকট থেকে ধার হিসাবে ১৫ হাজার টাকা নেয় স্থানীয় সন্ত্রাসী রিন্টু । রোববার দুপুর ১টার দিকে ধার টাকা চাইতে গেলে রিন্টু র্দূব্যাবহার করেন। এরপর শরীফ মঞ্জিলের বাসায় গিয়ে ম্যানেজার মাইনুল ইসলামকে নির্দয়ভাবে মারধর করে রিন্টু ও তার সহযোগী শাকিল, সজিব, মামুন ও রুবেল।। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।