রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে উজিরপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
জানা যায়, নরসিংহা গ্রামে দেলোয়ার হোসেন খানের একমাত্র পুত্র নেয়ামত হোসেন খান (১২) গত ১৯ মে সকাল ১০টায় বাড়ি থেকে বের হলে তার আর খোঁজ মিলছে না। পিতা মাতা আত্মীয় স্বজন সবাই মিলে ৫দিন পর্যন্ত খোঁজ করে তার সন্ধান পায়নি। মাতা মমতাজ বেগম ছেলের খোঁজ না পেয়ে বিলাপ করছেন। এর আগেও উজিরপর বালক বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র অপহরণের ঘটনা ঘটেছিল কিন্তু জনগণের কাছে অপহরণকারী ধরা পড়ে যায়। এলাকায় ছেলেটি নিখোঁজ হওয়ার কারণে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।