ফেনসিডিল বহনকারী মটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

সোমবার বিকেলে ফেনসিডিল বহনকারী মটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে যশোর থেকে বরিশালগামী মটরসাইকেল (বরিশাল-হ-১১-৬১৩৪) বেপরোয়াগতিতে বেজহার নামকস্থান অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা নসিমনের সাথে দূর্ঘটনায় পতিত হয়। মটরসাইকেল আরোহী তিনজনই মহাসড়কের পাশ্ববর্তী ডোবায় পরে যায়। ঘটনাস্থলেই বরিশালের রুপাতলী এলাকার সুলতান খানের পুত্র সেন্টু খান (২৪) মারা যায়। অপর দুইজন গুরুতর আহত হয়। মুর্মুর্ষ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে পৌঁছে আহতদের শরীরের বিভিন্নস্থানে মোড়ানো অসংখ্য ফেনসিডিল দেখতে পায়। হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ফেনসিডিল বহনকারী বরিশালের রুপাতলী এলাকার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া কামাল হোসেনের পুত্র সোহেল রানা (২১) মারা যায়। অপর আরোহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক সামচু হাওলাদারের পুত্র পলাশ হাওলাদারকে (২৫) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নুরুল ইসলাম আরো জানান, ফেনসিডিল বহনকারী তিনজনের শরীরের বিভিন্নস্থানে ও বানানো জ্যাকেটের মধ্যে প্রায় দু’শতাধিক বোতল ফেনসিডিল মোড়ানো ছিলো। দূর্ঘটনায় ফেনসিডিলগুলো ভেঙ্গে গেলেও পুলিশ অক্ষত অবস্থায় ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।