প্রেসিডেন্ট স্টিফেন সুইনীর (Stephen M. Sweeney) বিশেষ আমন্ত্রনে বেগম খালেদা জিয়া সিনেট ভবনে সরকারী ও বিরোধী দলের বেশ কয়েকজন প্রভাবশালী সিনেটরদের সাথে মত বিনিময় করেন।
সিনিয়র সিনেটর লরেটা ওয়েনবার্গ, বারবারা বুনো, জিম হুইলেন, সিনেটর কেইন্ট, সিনেটর ফ্রেড মেদেন, প্রাক্তন গভর্নর রিচার্ড কোডি সহ অনেকে পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেন। খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব আশিক ইসলাম জানানঃ আমেরিকা ও বাংলাদেশের পারস্পরিক উন্নয়ন সহ শান্তি ও গনতন্ত্রের বিষয়ে তারা কথা বলেন। এছাড়া নারী উন্নয়ন, নারী শিক্ষা প্রসারে বেগম জিয়ার গৃহীত পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন। সিনেটরগন বাংলাদেশের বর্তমান মানবাধীকার ও ডঃ ইউনুস বিষয়ে কথা বলেন।
বেগম খালেদা জিয়া গনতন্ত্র, মানবাধীকার, আইনের শাষন, শান্তি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের আদর্শে বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন।