লিমনের ঘটনা তদন্তে সময় বৃদ্ধির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে

তদন্তে সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এ আবেদন জানান। তদন্তের জন্য সময় বৃদ্ধির আবেদনের কথা স্বীকার করে সোমবার সকালে তিনি সাংবাদিকদের জানান, গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মান্ত্রনালয় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গত ৮ মে তদন্ত প্রথমে লিমনের গ্রামের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ১২ মে তদন্ত কমিটি লিমনের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার গ্রহণ করে। তদন্তের জন্য ১৫ দিন সময় দেওয়া হলেও এখনো লিমন ও তার বাবার সাক্ষাতকার বাকি রয়েছে, তাই তদন্তের প্রয়োজনে সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে।