কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা উপাধ্যক্ষের ঘর নদীতে!

উপাধ্যক্ষ মাওলানা আবদুল হাদীর বসতঘর সুগন্ধা নদীতে পড়ে গেছে। গত রবিবার রাতে নলছিটির উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্নস্থানে ১০টি কাঁচাঘর মাটিতে পড়ে যায়। এছাড়াও বেশ কয়েকটি ঘরের টিনের চালা উড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

মাদ্রাসা উপাধ্যক্ষ আবদুল হাদী সাংবাদিকদের জানান, রাতে আকস্মিক ঝড় শুরু হলে শহরের কুড়িপট্টি এলাকার সুগন্ধা নদী সংলগ্ন তার ঘরের চালা উড়ে নদীতে পড়ে যায়। এসময় ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত পাশ্ববর্তী নিরাপদ স্থানে ছুটে যান। কিছুক্ষণ পরে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে নদীতে পরে যায়।