ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের সাথে সনাকের মতবিনিময়

স্বাস্থ্য বিভাগের সাথে  সচেতন নাগরিক কমিটির (সনাক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সনাক প্রতিনিধিগণ ঝালকাঠির স্বাস্থ্যসেবা খাতের বিশেষ করে সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে  তা সমাধানের আহ্বান জানান।

ঝালাকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোঃ নওশের আলী হাসপাতালে তথ্য কর্মকর্তা নিয়োগ, ঔষধ সরবরাহের বোর্ড নিয়মিত হালনাগাদ করা, শূন্যপদ পূরণসহ পরিস্কার পরিচ্ছন্নতা বিষয় তদারকি বাড়ানো এবং সেবাগ্রহীতাদের সাথে সরাসরি মতবিনিময় করে  হাসপাতালের  সেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন ।

সভায় সনাক ঝালকাঠির আহ্বায়ক প্রফেসর মোঃ লাল মিয়ার সভাপত্বিতে মতবিনিময় সভায় অংশ নেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোঃ নওশের আলী, স্বজন সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, সনাকের যুগ্ম আহ্বায়ক সাহানা আলম, সনাক সদস্য কামরুন্নেছা আজাদ, ছালেক আজাদ সোহাগ, রাবেয়া কবির, গৌতম সরকার বাবু, গৌতম বনিক ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  গৌতম কুমার দাস প্রমুখ। এ ছাড়া ইয়েস সদস্য শাহীন আলম, সাইফুল ইসলাম, মোঃ রিয়াজ, উজ্জল কৃষ্ণ বেপারী, মোঃ সালাউদ্দিন সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।