বরিশালে টমটম দূর্ঘটনায় চালকসহ নিহত ২

আজ বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টমটম দূর্ঘটনায় পতিত হয়েছে। এতে ঘটনাস্থলে মারা গেছেন টমটম চালক কবির হোসেন (৩০) ও মাছ ব্যাবসায়ী শফিকুল ইসলাম। এছাড়া গুরুতর আহত হয়েছে টমটমের অপর যাত্রীরা। এদেরকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৬টার দিকে বাকেরগঞ্জ থেকে মাছ ব্যাবসায়ীরা টমটম যোগে বরিশাল নগরীর উদ্দেশ্যে যাচ্ছিল। বরিশাল পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়ার নন্দপাড়ায় টমটমটি পৌছলে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাত্মক দূর্ঘটনায় পতিত হয় টেম্পুটি। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকৎসাধীন রয়েছে মাছ ব্যাবসায়ী দেলোয়ার হোসেন, জাকির হোসেন, তৈয়ব আলী, মন্নান গাজী ও জাকিরুল।

এদিকে বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান ঢাকা মেট্রো ঢ ১৪৩৪৫২ নম্বরের ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।