এক গৃহবধু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি প্রাত:ভ্রমনে রাস্তায় নামলে মুন সিনেমা হলের কাছে দূর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক বাস আকন পরিবহন( নাটোর ব-৪৫) আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত রোকেয়া ঐ কচুয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোকসেদ আলী পনুর স্ত্রী। স্থানীয়রা জানিয়েছে, ডায়াবেটিস রোগি রোকেয়া প্রতিদিনের ন্যায় হাটতে বেরুলে বাসটি তাকে চাপা দেয়।