Menu Close

তথ্য সংগ্রহ করতে গিয়ে ঝালকাঠিতে সাংবাদিক লাঞ্ছিত

হাতে লাঞ্ছিত হয়েছে ইসলামিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল। এসময় ওই সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার নতুন কলেজ রোডের ব্র্যাকের শস্য নিবিরকরণ প্রকল্পের  অফিসে এ ঘটনা ঘটে।

এঘটনায় জহিরুল ইসলাম জলিল বুধবার ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। জলিল জানান, বুধবার বেলা ১২টায় তিনি কৃষকদের অভিযোগের ভিত্তিতে ব্র্যাক শস্য নিবিরকরণ প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের সূর্যমুখী ও ভূট্টা চাষে ব্যাপক অনিয়মের বিষয়ে স্থানীয় শাখা ব্যবস্থাপক মো. শাহীনের কাছে গিয়ে তথ্য জানতে চান। এসময় উত্তেজিত হয়ে পার্শ্ববর্তী রুম থেকে ব্র্যাকের বৈদারাপুর ব্লক সুপারভাইজার নাসির উদ্দিন এসে তথ্য সরবরাহে বাঁধা প্রদান করে তার ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এব্যাপারে ব্র্যাক শস্য নিবিরকরণ প্রকল্পের শাখা ব্যবস্থাপক শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় ওই ব্লক সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’