যুদ্ধাপরাধী-রাজাকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সম্পাদকসহ অন্যান্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধী রাজাকার কর্তৃক মামহানিকর মামলা দায়েরের প্রতিবাদে গতকাল শনিবার বরিশালের গৌরনদীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সমাবেশ করেছেন।
উপজেলার নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া, ওসমান গনি হাওলাদার, মাষ্টার শাহ আলম, বাদশা মিয়া, মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার কাজ যখন অতিসন্নিকটে ঠিক সেই মুহুর্তে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় যুদ্ধাপরাধী-রাজাকার কর্তৃক মানহানিকর মামলা দায়ের করার ঘটনাটি একটি অশুভ সংকেত। তারা মিথ্যে মামলা প্রত্যাহারসহ যুদ্ধাপরাধী-রাজাকারকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গৌরনদীর কৃতি সন্তান মরহুম হোসেন শাহ্ প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের পত্রিকা বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামায় ঝালকাঠীর বহুল আলোচিত যুদ্ধাপরাধী ও রাজাকার হেমায়েত হোসেন নুুরুকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করায় পত্রিকার সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে একটি মানহানিকর মামলা দায়ের করা হয়।