পানি সংকটে বন্দীদের দিয়েই পুনঃখনন করা হচ্ছে কারাপুকুর

বিশুদ্ধ পানির তীব্র সংকট। কারাগারের একমাত্র পানির পাম্পটি গত ৬ মাস ধরে বিকল থাকায় পানির অভাবে বন্দিদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। বাধ্য হয়ে কারাগারের ভেতরের ব্যবহার অনুপযোগী পুকুরটি পুনঃখনন শুরু করেছে বন্দিরা।

বারিশাল কারাগারে প্রতিদিন গড়ে দেড় হাজারের অধিক বন্দি অবস্থান করে। তাদের পানি সরবরাহের জন্য পাম্প হচ্ছে একটি। ঐ পাম্পটি ৬ মাস আগে বিকল হয়ে যায়। মেরামতের উদ্যোগ নেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বন্দিদের গোসলের জন্য কারা অভ্যন্তরে একটি পুকুর থাকলেও তার পানি ব্যবহার অনুপযোগী। পুকুরের তলদেশে ২ ফিট স্তরের মাটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুকুরটি পুনঃখননের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেয়া হলেও কোন ফল হয়নি। বর্তমান পানি সংকট থেকে উত্তোরনের জন্য বন্দিদের দিয়েই পুকুর পুনঃখনন শুরু করেছে কারা কর্তৃপক্ষ। পুকুরের পানি অপসারন করে বন্দিরা পালাক্রমে মাটি কাটতে শুরু করেছে।

কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া এ তথ্যের সত্যতা স্বীকার করে জানান, সরকারী খরচে পুনঃখননের উদ্যোগ না থাকায় পানি সংকটের কারনে বন্দিদের মানবেতর অবস্থা বিবেচনা করে এ বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।