গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির-এর সাংবাদিকতায় ৩০ বছর পূর্তিতে শনিবার (২৮ মে) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গৌরনদী পৌরসভা নাগরিক পরিষদ ও গৌরনদী বন্ধুসভার যৌথ উদ্যোগে সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকারী পটুয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর নুর মোহাম্মদ। বিশেষ অতিথি থাকবেন সরকারী গৌরনদী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আ.ফ.ম শামছুল আলম, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম। এছাড়াও গৌরনদী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এস.এম ফিরোজ রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুগন ও আমন্ত্রিত অতিথিদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।