জনবল সমস্যা পূরনে সমবায় অধিদপ্তরের আচরন রহস্যজনক!

কারনে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বে আজ বাংলাদেশের বেকার ছেলেরা চাকুরির নেশায় কাদছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় দৈন্য দূর্দশায় দিন অতিবাহিত করছে এমনিই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বরিশাল জেলা সমবায় অধিদপ্তর একটি। ৩৩টি পদের মধ্যে ১৪টি শূন্যপদ থাকায় জনবল সংকটে স্থবির হয়ে পরেছে সমবায় অধিদপ্তরের বরিশাল জেলার কার্যক্রম। অধিদপ্তরটির কার্যক্রম খুড়িয়ে খুড়িয়ে চলায় ভোগান্তির শিকার হচ্ছে অফিস কর্মচারি সহ সাধারন জনগন। জানাগেছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অধিদপ্তরে আওতায় সমবায় অধিদপ্তরের মোট ৩৩জন কর্মকর্তা-কর্মচারির পদ রয়েছে। যার মধ্যে দীর্ঘদিন ধরে ১৪টি পদ খালি পড়ে আছে। যারমধ্যে হিসাবরক্ষকের পদ ১টি, পরিদর্শকের পদ ২টি, প্রশিক্ষকের পদ ৩টি ,সহকারী প্রশিক্ষকের পদ ৩টি, কম্পিউটার অপারেটরর পদ ২টি এবং ৪র্থ শ্রেনীর কর্মকর্তার ৬টি পদ শূন্য আছে। এতে নিয়োগ দেয়া হচ্ছেনা কোন কর্মকার্তা-কর্মচারীকে। এ আবস্থায় অন্যান্য কর্মকর্তারা তাদের নির্দিষ্ট সময়ের বাইরে অতিরিক্ত কাজ করে ঘাটতি পূরন করার চেষ্টা করছে। জনগনের চাহিদা পূরন করতে হিমসিম খাচ্ছে।

অধিদপ্তরের সমবায় সমিতির নিবন্ধন, বাস্তবায়ন, পরিদশর্ন, নিবন্ধন ফি আদায় সহ অন্যান্য আনুষাঙ্গিক কাজ করা ছাড়াও এর আওতায় কম সুদে রিন বিতরন করা হয়। অথচ কর্মকর্তার অভাবে ধুকে পড়ছে এর চলমান কার্যক্রম। বিভিন্ন পতিবেদন ও আবেদনের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে একাধিকবার অবগত করা হলেও কোন সুরাহা না মেলায় স্থবির হয়ে পরেছে অধিদপ্তরটির কার্যক্রম।

এ ব্যপারে জেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের জনবল সমস্যা প্রকট আকার ধারন করেছে। শূন্যপদের ঘাটতি পূরন করা আমাদের জন্য খুবই কষ্টকর। অতিরিক্ত সময় কাজ করতে হয় অনেক কর্মকর্তা-কর্মচারিকে। এ সমস্যার সমাধান চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার বলা হলেও কোন সুফল পাওয়া যায়নি।