সূত্রমতে, গত ২৮ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় অর্ধ শতাধিক রোগী। এদেরমধ্যে ২৫ জনই হচ্ছে শিশু।
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর, বার্থী, নলচিড়া, বাটাজোর, চাঁদশী, মাহিলাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দু’শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রবীন্দ্র নাথ গাইন রবিনের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রচন্ড তাবদাহে ডায়রিয়ার প্রাদূর্ভাব দেখা দিয়েছে এবং দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচেছ। তবে আতংকের কোন কারন নেই, মাঠ পর্যায়ে পর্যবেক্ষন সাপেক্ষ জরুরী টিম কাজ করছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন, ইনজেকশনসহ মেডিসিনের ব্যবস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।