আদর্শে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির আগামী আন্দোলন সংগ্রামে সকল বেদাভেদ ভুলে গিয়ে এক জাতীয়তাবাদী দলের পতাকাতলে সমবেত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে দেশের গনমানুষের দাবী বাস্তবায়ন করতে হবে। তিনি শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে ঝালকাঠি জেলা আইনজীবি সমিতি কক্ষে আয়োজিত শহীদ জিয়ার ৩০তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে নেতা-কমীদের এ কথা বলেছেন।
দলীয় সূত্রে জানিয়েছে, দিবসটি পালন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গসংগঠন ৩০মে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে দলের আমতলা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় প্রেসক্লাব চত্ত্বরে রক্তদান ও শোকর্যালী এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ।
সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারন সম্পাদক সৈয়দ দেলোয়ার হোসেন, যুবদলের রবিউল হোসেন তুহিন, কামাল মল্লিক, ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু প্রমুখ বক্তব্য রাখেন। সভায় দলের জেলা , উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সুত্রটি জানায়, দলের মধ্যে সৃষ্ট বিভাজনরোধে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমন্ত্রন জানানোর উদ্যোগ নেয়া হয়েছে।