গ্লাডিয়েটরদের আবার বেঁচে থাকা! WatchDog

ভর দুপুরে গ্লাডিয়েটরি কায়দায় দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে কেড়ে নিল ২১টি মনুষ্য জীবন (স্থান ফরিদপুর)। আমাদের দেশে এটা কি আদৌ কোন খবর? হয়ত গ্লাডিয়েটরদের জন্মই হয় এভাবে মরার জন্যে। এ মৃত্যু নিয়ে যাদের বিচলিত হওয়ার কথা তারা বরং উপভোগ করবেন কজন অখ্যাত গ্লাডিয়েটরের অসময়োচিত প্রস্থান। অনেকে আবার টু পাইস কামিয়ে নেবেন ঘটনাচক্রে। বাসের লড়াইয়ে যাদের প্রান দিতে হল তাদের কোন প্রভু না থাকায় এ অধ্যায় সামান্য একটা দীর্ঘশ্বাস হয়েই মিশে যাবে দেশের আর দশটা অধ্যায়ের ভিড়ে। বাংলাদেশী আর বাঙ্গালী পরিচয়ের দুটা বাস যদি একে অপরের বিরুদ্বে লড়াইয়ে নামত তাহলেই কেবল ২১ মৃত্যু হত আসল মৃত্যু। দেশ জুড়ে বয়ে যেত প্রতিবাদ আর প্রতিরোধের জোয়ার।

আমরা চাই আর না চাই, শেখ আর রহমান পরিবারের গ্লাডিয়েটর হয়ে বেচে থাকার জন্যেই আমাদের জন্ম। সুতরাং কোথায় কোন সড়ক অথবা লঞ্চ দুর্ঘটনায় কে প্রান হারাল এ নিয়ে আহাজারী করার অধিকার ক্রীতদাসদের নেই। এ জাতীয় প্রাণীদের মৃত্যু আসলেই খুব সস্তা। এরা এভাবেই মরবে, রাস্তায়, পানিতে …

Source : WatchDog : AmiBangladeshi.OrG