সন্ত্রাসী হামলায় গতকাল শনিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের এক গৃহবধূ গুরুতর জখম হয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় গৃহবধূকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, চেংগুটিয়া এলাকার চিহিৃত সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে শহিদ তালুকদার ও তার সহদর সবুজ হোসেন গতকাল শনিবার দুপুরে জোড়পূর্বক একই গ্রামের শাজাহান তালুকদারের পুকুরে মাছ ধরতে যায়। এতে শাজাহানের স্ত্রী খাদিজা বেগম (৪০) বাঁধা দিলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।