ওএমএস চাল ওজনে কম দেয়ার অভিযোগ ডিলারদের

খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলাররা। তাদের অভিযোগ খাদ্য বিভাগ প্রতি টনে ৩০ থেকে ৪০ কেজি চাল কম দিচ্ছে এবং লেবার খরচও নিচ্ছে দ্বিগুন।

নগরীতে ২৫ জন ডিলার খোলা বাজারে চাল বিক্রি করছেন। প্রতিদিন একজন ডিলারকে ৩ টন করে চাল দেয়া হয়। নগরীর একাধিক ডিলার অভিযোগ করেন প্রতি টনে ৩০/৪০ কেজি কম চাল দেয়া হয়। এছাড়া চাল উত্তোলনের জন্য নির্ধারিত ৬০ টাকার স্থলে দেড়শ’ টাকা করে লেবার চার্জ আদায় করে খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা।

জেলা খাদ্য পরিদর্শক লিয়াকত হোসেন ওএমএস চাল ওজনে কম দেয়ার অভিযোগ অস্বীকার করলেও লেবার চার্জ বেশী নেয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, ২০০৫ সালে দরপত্রের মাধ্যমে ৩৩ জন লেবার নিযুক্ত হয়েছিল প্রতিদিন ৬০ টাকা মজুরীতে। বর্তমান বাজার দর বেশী হওয়ায় ডিলারদের সঙ্গে আলোচনা করে তাদের দেড়শ’ টাকা মজুরী দেয়া হচ্ছে।