রাতের আঁধারে বরিশালের গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বেপারীর সম্পত্তির ওপর রোপিত বিভিন্ন প্রজাতের চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বেপারীর অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার সম্পত্তির ওপর রোপিত বিভিন্ন প্রজাতের ১০ টি চারা গাছ কেটে ফেলে। এ ব্যাপারে তিনি গৌরনদী থানায় সাধারন ডায়েরী করেছেন বলেও উল্লেখ করেন।