ঝালকাঠিতে সাংস্কৃতিক মেলা শুরু

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠি জেলা সদরে রোববার বিকালে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সাংস্কৃতিক মেলা’। জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নানা বয়স ও পেশার অসংখ্য মানুষ বর্ণিলসাজে সজ্জিত হয়ে, বাদ্য-বাজনার তালে তালে, নেচে গেয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস এতে নেতৃত্ব দেন। পরে পুরানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠিখেলা। এতে ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা যুব সংঘের ১৬ জন খেলোয়াড় অপূর্ব ক্রীড়ানৈপূর্ণ প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও মেলা উপলক্ষে জারীগান, কবিগান, রয়ানিগান, পুঁথিপাঠসহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাডুডু প্রতিযোগিতা ও নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।