আর্কাইভ
ট্যান্সফরমার চুরির কারনে গ্রাহকদের চরম ভোগান্তি
নিজস্ব সংবাদদাতা॥ গৌরনদী উপজেলার বিল্লগ্রাম এলাকার জলিল সরদারের বাড়ির
পাশ্ববর্তী পল্লী বিদ্যুতের ২৫ কেভির একটি ট্যান্সফরমার গত ১০দিন পূর্বে রাতের আধাঁরে চুরি হয়েছে। ফলে ওই এলাকার বিদ্যুত গ্রাহকদের এখন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, গত ১৯ মে গভীর রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা ২৫ কেভির ট্যান্সফরমারটি চুরি করে নিয়ে যায়। ফলে গত ১০দিন ধরে ওই ট্যান্সফরমারটির অধীনস্থ প্রায় অর্ধশতাধিক গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।