ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী করার লক্ষে ‘আমাদের এগিয়ে আসতে হবে’ র্শীর্ষক কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এনজিও ব্র্যাক গৌরনদী ও উজিরপুরের আয়োজনে মুন্সীরতালুক গ্রাম দারিদ্র বিমোচন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সাবেক ইউপি চেয়ারম্যান ও কমিটির সভাপতি আবু বক্কর মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্র্যাক কর্মকর্তা মনিরুজ্জামান খান, পবিত্র কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আলতাবুর রহমান, শিক্ষক জাকারিয়া আলম, অখিল কুমার দাস প্রমুখ। শেষে উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মাইনুল হকের আর্থিক সহায়তায় ঝড়ে পড়া অর্ধশত শিশুদের মাঝে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়। এছাড়াও ঝড়ে পড়া শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের জন্য একটি কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়।