জিয়ার কাঙ্গালীভোজের গরু ছিনতাই করে চাদা দাবী

আয়োজিত কাঙ্গালী ভোজের ৭টি গরু ছিনতাই করেছে নব্য সরকার দলে যোগ দেয়া একদল উশৃঙ্খল আওয়ামি ক্যাডার।

অবিশ্বাষ্য এ ঘটনাটি ঘটেছে ভোলা জেলার লালমোহন উপজেলায়। রোববার সন্ধ্যায় প্রায় ৩লাখ টাকায় কেনা এই ৭টি গরু লালমোহন পাবলিক লাইব্রেরীর পেছনে রান্না করার স্থলে আনা হলে গরুগুলো ছিনতাই করে নিয়ে যায় ওই ক্যাডার বাহিনী। এসময় তারা কয়েকজনকে মারধরও করেছে। গরুগুলো নেয়ার পর উল্টো তারা বিএনপির নেতাদের কাছে ২লাখ টাকা চাঁদাও দাবী করে। পরে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭টি গরুর মধ্যে ৫টি গরু উদ্ধার করতে সক্ষম হলেও বাকী ২টি গরু উদ্ধার করতে পারেনি।

জানা গেছে, কেন্দ্রীয় জিয়া যুব পরিষদের সভাপতি লায়ন এম.আর. হাওলাদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে ৭টি ও তজুমদ্দিনে ৭টি গরু দিয়ে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করে। রোববার সন্ধ্যায় লালমোহন পাবলিক লাইব্রেরীর পেছনে কাঙ্গালী ভোজের রান্না করার স্থলে গরুগুলো আনা হয়। এসময় সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ক্যাডার মেহেরের নেতৃত্বে হারুন, আকবর ও পাকার মাথা এলাকার কতিপয় ক্যাডার বাহিনীসহ প্রায় ২০-২৫ জন গরুগুলো ছিনতাই করে পূর্ব দিকে নিয়ে যায়। এসময় তারা গরু হেফাজতে থাকা লোকজনদের মারধরও করে।

পরে গরুগুলো ছিনতাই করে ওই বাহিনী ২ লাখ টাকা চাঁদা দাবী করে। ঘটনা লায়ন এম.আর. হাওলাদার লালমোহন থানা পুলিশকে অবহিত করলে পুলিশ রাতভর বিভিন্ন স্থানে তল্লাশী করে ৫টি গরু উদ্ধার করে। অপর ২টি গরু উদ্ধার করা যায়নি। শেষ পর্যন্ত ৫টি গরু দিয়েই কাঙ্গালী ভোজ সারতে হয়েছে লালমোহন বিএনপির। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।