বরিশাল জেলা ছাত্রদল ঘোষিত থানা ছাত্রদলের প্রত্যেকটি ইউনিটের বক্তৃতা প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী পানি উন্নয়ন বোর্ড চত্বরে টেলিকন্সফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি (বরিশাল বিভাগ) ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক পারভেজ আকন বিপ্লব। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ছাত্রনেতা শরীফ জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রনেতা ওয়াসীম গাজী, শ্যামল খলিফা, মিজান, জসিম, আমির হোসেন, তুহিন, আসিফ, জামান, রানা প্রমুখ।